Top News Bangladesh






সাভারের আজ মঙ্গলবার ৩ লাশ উদ্ধার, মৃতের সংখ্যা বেড়ে ৬৯৩

 
মঙ্গলবার ৩ লাশ উদ্ধার, মৃতের সংখ্যা বেড়ে ৬৯৩


 সাভারের ধসে পড়া রানা প্লাজার ধ্বংসস্তূপের নিচ থেকে মঙ্গলবার ভোর থেকে সকাল ১০টা পর্যন্ত তিনটি লাশ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে ভবন ধসের ১৪তম দিনে উদ্ধার করা মৃতদেহের মোট সংখ্যা দাঁড়ালো ৬৯৩টি। এর মধ্যে ৬৮৪ জনের মৃতদেহ শনাক্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা গেছে।

ঘটনাস্থলে স্থাপিত সেনাবাহিনীর কন্ট্রোল রুম থেকে জানানো হয়, দুর্ঘটনার ১৪তম দিন মঙ্গলবার ভোর থেকে সকার ১০টা পর্যন্ত ৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

এর আগে সোমবার ভোর থেকে রাত পর্যন্ত ৫৭টি লাশ উদ্ধার করা হয়।

উদ্ধার করা লাশগুলো অধরচন্দ্র স্কুল মাঠে রাখা হয়। সেখানে এখনও অনেক স্বজন প্রিয়জনের লাশের জন্য অপেক্ষা করছেন।

উদ্ধারকর্মীরা জানান, এখন যেসব লাশ উদ্ধার করা হচ্ছে, সেগুলোর অধিকাংশই গলিত, অর্ধগলিত। ফলে লাশ শনাক্ত ও হস্তান্তর করা প্রায় অসম্ভব হয়ে পড়ছে।

উল্লেখ্য, ২৪ এপ্রিল (বুধবার) সকাল পৌনে ৯টার দিকে সাভার বাসস্ট্যান্ড বাজারে যুবলীগ নেতা সোহেল রানার মালিকানাধীন নয়তলা বাণিজ্যিক ভবন ‘রানা প্লাজা’ ধসে পড়ে। এতে ব্যাপক প্রাণহানির ঘটনা ঘটে। এছাড়া আহত ও জীবিত অবস্থায় উদ্ধার করা হয় দুই হাজার ৪৩৭ জন শ্রমিককে।

ভবন ধসে পড়ার দিন ওই ভবনের পাঁচটি পোশাক কারখানায় কয়েক হাজার শ্রমিক কাজ করছিলেন। ওই ভবনের প্রথম ও দ্বিতীয় তলায় ইলেকট্রনিক্স, কম্পিউটার, প্রসাধন সামগ্রী ও পোশাকের দোকান ছিল।

ভবনটির তৃতীয় তলা থেকে ওপর পর্যন্ত কয়েকটি গার্মেন্ট কারখানা ছিল। এগুলো হলো-নিউ ওয়েভ বটমস লিমিটেড, নিউ ওয়েভ স্টাইল, নিউ ওয়েভ অ্যাপারেলস, ফ্যান্টম অ্যাপারেলস লিমিটেড, ফ্যান্টম ট্যাক লিমিটেড ও ইথার টেক্সটাইল লিমিটেড।

সাভারের মর্মান্তিক এ ঘটনায়  আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক সমালোচনার মুখে পড়ে দেশের পোশাকশিল্প। আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও), জাতিসংঘ ও মানবাধিকার সংস্থাগুলো সমালোচনায় মুখর হয়েছে। এমনকি বিদেশি ক্রেতাদের কয়েকটি পোশাক কারখানার পরিবেশ ও মান নিয়ে প্রশ্ন তুলে বাংলাদেশের সঙ্গে ব্যবসা করবে না বলে জানিয়ে দিয়েছে।

এর আগে গত নভেম্বর মাসে সাভারের আশুলিয়ায় তাজরীণ ফ্যাশনে অগ্নিকাণ্ডে শতাধিক পোশাক শ্রমিকের প্রাণহানি হয়।

 সহিংসতা বন্ধে রাজনৈতিক দলগুলোর প্রতি জাতিসংঘের আহ্বান


নতুন বার্তা ডেস্ক
নিউ ইয়র্ক: বাংলাদেশের সহিংসতা বন্ধে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব বান কি মুন। জাতিসংঘ প্রচারিত এক বিবৃতিতে এই আহ্বান জানান তিনি।

বিবৃতিতে বলা হয়, “বাংলাদেশে শনিবার এবং রোববার চলা সহিংস ঘটনা মহাসচিবের পর্যবেক্ষণে রয়েছে। প্রাণহানির যে ঘটনা ঘটেছে তা অত্যন্ত দুঃখজনক।”

বিবৃতিতে আরো বলা হয়, “মহাসচিব সব দলকে সহিংসতা বন্ধ করে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের আহ্বান জানাচ্ছেন।”

জাতিসংঘ জানায়, বিগত দুইদিনের বাংলাদেশে সংঘর্ষে কমপক্ষে ৩০জন নিহত এবং ৬০জন আহত হয়েছে।

গার্মেন্টস ধসে ছয় শতাধিক নিহত হওয়ার কয়েকদিন পরই বাংলাদেশে এই সহিংসতার ঘটনা ঘটেছে বলে জাতিসংঘের বিবৃতিতে উল্লেখ করা হয়।





সাকিবকে ম্যাচ ফি’র ৭৫ শতাংশ জরিমানা সাকিবকে ম্যাচ ফি’র ৭৫ শতাংশ জরিমানা

সাকিব আল হাসান খেলার মাঠে সাধারণত প্রতিক্রিয়া দেখান না। আম্পায়ারদের সিদ্ধান্ত স্বাভাবিকভাবেই এতদিন মেনে এসেছেন। রোববার হঠাৎ করেই আম্পায়ারের সিদ্ধান্তে প্রতিক্রিয়া দেখান ওয়ানডে শীর্ষ অলরাউন্ডার। এজন্য আর্থিক দণ্ডে দণ্ডিত করা হয়েছে তাকে। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) সাকিবের ম্যাচ ফি‘র ৭৫ শতাংশ জরিমানা করেছে।

৩১তম ওভারে সাকিব ৩৪ রানে ব্যাট করছিলেন, প্রসপার উৎসেয়া ওই ওভারে তৃতীয় বলে এলবিডব্লুর আবেদন করলে তর্জনী তোলেন আম্পায়ার। সিদ্ধান্ত মেনে নিতে না পেরে সাকিব প্রতিবাদ জানান প্যাডে ব্যাট দিয়ে সজোরে আঘাতের মাধ্যমে। ফেরার পথে প্রতিপক্ষ অধিনায়ক ব্রেন্ডন টেলরের গায়ের সঙ্গে ধাক্কাও লাগান। যদিও পিছু তাকিয়ে টেলরকে হাতের ইশারায় দুঃখ প্রকাশ করেছেন।

সাকিবের এই আচরণ ‘স্পিরিট অব ক্রিকেট’র সঙ্গে না যাওয়ায় দুই আম্পায়ারের রিপোর্টের ভিত্তিতে সাকিবের ম্যাচ ফির বেশির ভাগ কেটে নেওয়ার সুপারিশ করেন ম্যাচ রেফারি ক্রিস ব্রড। টিম ম্যানেজমেন্টকে সেটা জানিয়েও দেয়া হয়েছে। জিম্বাবুয়ে থেকে মোবাইলফোনে জাতীয় দলের ম্যানেজার তানজিব আহমেদ বাংলানিউজকে এখবর নিশ্চিত করেন।

এদিকে আইসিসি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, সাকিব সোমবার সকালে ম্যাচ রেফারি ব্রডের কাছে দোষ স্বীকার করে শাস্তি মেনে নিয়েছেন। দুই ফিল্ড আম্পায়ার ওয়েন চিরম্বে ও জন ক্লোটে এবং তৃতীয় আম্পায়ার জেরেমিয়াহ মাতিবিরি লিখিত অভিযোগ দিয়েছিলেন বাংলাদেশি এই ক্রিকেটারের বিরুদ্ধে। সাকিবের অপরাধ আইসিসি প্লেয়ার্স কোড অব কন্ডাক্টের দ্বিতীয় ধারায় পড়ে। এ ধরনের অপরাধকে গুরুতর হিসেবে বিবেচনা করে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রণ সংস্থা ম্যাচ ফির ৫০ থেকে ১০০ ভাগ কেটে নেওয়ার বিধান রেখেছে।




চট্টগ্রামে সুবর্ণ এক্সপ্রেসে আগুন
পুড়ে গেছে ৫টি বগি














চট্টগ্রাম: চট্টগ্রাম স্টেশনে আন্তঃনগর সুবর্ণ এক্সপ্রেসের পাঁচটি বগিতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।এতে পুড়ে গেছে পাঁচটি বগি। এ ঘটনায় সন্দেহভাজন দুজনকে আটক করেছে পুলিশ।
রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক তাফাজ্জল হোসেন জানান, সকাল ৭টায় সবর্ণ এক্সপ্রেসের ঢাকার উদ্দেশে ছেড়ে যাওযার কথা ছিল। ভোর ৪টা ৫০ মিনিটে দুর্বত্তরা ট্রেনের পাঁচটি বগিতে আগুন ধরিয়ে দেয়।
তিনি বলেন, “নাশকাতা সৃষ্টির জন্যই ট্রেনে এভাবে আগুন দেয়া হয়েছে বলে আমরা মনে করছি। পুলিশ সন্দেহভাজন দুজনকে আটক করেছে।”
তিনি জানান, সুবর্ণ এক্সপ্রেসের যাত্রা বাতিল হচ্ছে না। পুড়ে যাওয়া বগিগুলো বাদ দিয়ে নতুন বগি সংযুক্ত করে দেরিতে হলেও ট্রেন ছাড়বে

No comments:

Post a Comment