Thursday, April 18, 2013

PSY - GENTLEMAN ‘গ্যাংনাম স্টাইল’ এর পর এবার রেকর্ড ভাংলো ‘জেন্টলম্যান’!

ইউটিউবে ‘গ্যাংনাম স্টাইল’ খ্যাত দক্ষিণ কোরিয়ার সংগীতশিল্পী সাই আবারও বিশ্ব রেকর্ড গড়লেন। এবার তার নতুন মিউজিক ভিডিও ‘জেন্টলম্যান’ আপলোডের ৩ দিনের মধ্যেই ১০ কোটি মানুষ ভিডিওটি দেখেছে! মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই দুই কোটি বার দেখা হয়ে গেছে। এর মাধ্যমে ইউটিউবে আপলোডের প্রথম ২৪ ঘণ্টার মধ্যে সবচেয়ে বেশি বার দেখা ভিডিওর রেকর্ড দখলে নিয়েছে ‘জেন্টলম্যান’।
এত দিন জাস্টিন বিবারের ‘বয়ফ্রেন্ড’-এর দখলে ছিল রেকর্ডটি। গত বছরের মে মাসে ইউটিউবে প্রচারের প্রথম ২৪ ঘণ্টার মধ্যে ৮০ লাখ বার দেখা হয়েছিল ভিডিওটি। জানা গেছে, জেন্টলম্যান শনিবার ইউটিউবে আপলোড করা হয়। সোমবারের মধ্যেই চার কোটি ৪৫ লাখ বার দেখা হয়েছে ভিডিওটি। আর আজ ১৭ এপ্রিল বুধবার ভোর রাতে লেখাটি তৈরি করার সময় পর্যন্ত ভিডিওটি সর্বমোট ১০,১৩,৫৫,৮৩৭ বার প্রদর্শিত হয়েছে!
গত বছর ‘গ্যাংনাম স্টাইল’ ভিডিওটি ইউটিউবে ছাড়ার পর থেকেই সাইয়ের তারকাখ্যাতি বাড়তে থাকে। ‘গ্যাংনাম স্টাইল’ প্রধানত সিউলের গ্যাংনাম জেলার অধিবাসীদের উচ্চবিলাসী জীবনধারার একটি প্রতীকী রূপ। গত জুলাইয় ইউটিউবে গ্যাংনাম স্টাইল পোস্ট করার পর থেকে এ পর্যন্ত ১৫০ কোটিবার ভিডিওটি দেখা হয়েছে। অন্য কোনো ভিডিও এখনো এ রেকর্ড ভাংতে পারেনি।
ফ্রান্স, কানাডা, নিউজিল্যান্ড, ডেনমার্ক, সুইডেনসহ বিশ্বের অনেক দেশে ‘জেন্টেলম্যান’ শীর্ষ ১০ ভিডিও গানের তালিকায় রয়েছে। এমনকি ফিনল্যান্ডের ভিডিও তালিকার শীর্ষস্থানে রয়েছে ‘জেন্টেলম্যান’। বছর দুয়েক আগেও তেমন কোন পরিচিতি ছিল না সাইয়ের। তবে তার বানানো বিভিন্ন মিউজিক ভিডিও নিয়মিত আপলোড হতো ইউটিউবসহ অন্যান্য অনলাইন ভিডিও সাইটগুলোয়।
সাইয়ের গ্যাংনাম স্টাইলে নেচেছেন জাতিসংঘের মহাসচিবসহ বিশ্বের নামীদামী তারকা আর রাজনীতিবিদরা। সবাই ইউটিউবেই ভিডিওটি উপভোগ করেছেন। জেন্টেলম্যানের তেমন কোনো বিশেষত্ব না থাকলেও ভিডিওটি আনন্দ উল্লাসপূর্ণ বলে মন্তব্য করেন ইউটিউব ব্যবহারকারীরা।
ভিডিওটিতে সাইকে সুইমিং পুল, গ্রন্থাগার, দামি কাপড়ের দোকান, রেস্তোরাঁসহ সিউলের বিভিন্ন স্থানে নাচতে দেখা যায়। ভিডিওটিতে বিভিন্ন নারীর সঙ্গে গায়কের রসিকতাও লক্ষ করা যায়। তবে এবারের ভিডিওতেও গতবারের ভিডিওর নাচের সঙ্গে অনেকটাই মিল রয়েছে। রয়েছে আগের ভিডিওতে অংশগ্রহণ করা অন্যান্য নিত্যশিল্পীরাও।
১০,১৩,৫৫,৮৩৭ বার প্রদর্শিত এই ভিডিওটিতে এখন পর্যন্ত লাইক দিয়েছে ১০,৭৫,৭৭১ জন মানুষ। আবার অপছন্দর সংখ্যাও কম নয়! এখন পর্যন্ত ভিডিওটিতে ডিজলাইক দিয়েছে ১,৯৮,৯৬৯ জন মানুষ।
বর্তমানে যারা ইউটিউবে ভিডিও দেখতে পারছেন না তারা আপাতত ‘জেন্টলম্যান’ ভিডিওটি দেখুন ফেসবুকের এই ঠিকানায়

Wednesday, April 17, 2013

ফ্রী আনলিমিটেড ইন্টারনেট ব্যবহার করুন -UPDATED

পোস্টের শুরুতেই সবাইকে আমার সালাম।মুসলমান ভাইদেরকে অগ্রিম ঈদ মোবারক আর হিন্দুদের জানাই শারদীয় শুভেচ্ছা।
পোস্টের শুরুতেই আমি পিডি প্রক্সি নিয়ে আলোচনা করব।আপনারা নিশ্চয়ই জানেন কিভাবে পিডি প্রক্সি দিয়ে ফ্রী তে নেট ইউজ করা যায়।কিন্তু এটার সবচেয়ে বড় অসুবিধা হল:
১.Bandwidth Limit Exceded ম্যাসেজ যা ১০০ এমবি ব্যবহার না করলেও আসে।
২.Blocked Website(Facebook,Twitter,Yahoo,Youtube) গুলোতে যেতে পারবেন না।
3.কোন সফ্টওয়্যার এর এক্টিভেটর ব্যবহার করতে পারবেন না।
4.Torrent File ডাউনলোড করতে পারবেন না।
নোট:আপনার একাউন্ট বলক করে দিলে Bandwidth Limit Exceded ম্যাসেজ পাবেন।
এতো সমস্যা নিয়ে কি আর নেট ইউজ করা যায়? আজ আমি যেটা নিয়ে আলোচনা করব তার নাম Cproxy।
সুবিধাসমুহ:১.দৈনিক কোন লিমিট নাই
২.কোন ওয়েবসাইট ব্লক করবে না।
৩.ব্যবহার করা সহজ
4.Torrent File ডাউনলোড করতে পারবেন ।
অসুবিধাসমুহ:১.একটি একাউন্ট ৩ দিন ব্যবহার করতে পারবেন
২.৩ দিন পর ডিমো সার্ভার ব্যবহার করলে ফুল স্পিড পাবেন না।
৩.মাঝে মাঝে কোন ওয়েবসাইটে যেতে ১০ সে. অপেক্ষা করতে হবে।
২.ফ্রীতে একটি একাউন্ট তৈরী করুন
৩.তারা আপনাকে একটি ইমেল পাঠাবে।ইমেলে দেওয়া আইডি এবং পাসওয়ার্ড ইনস্টল করার পর Preference এ প্রবেশ করান
৪.parent proxy তে address:freeproxyserver.net  port:8080 Username and password দরকার নেই।
৫.apply করুন।তারপর overview তে update stats এ ক্লিক করুন।
এ একাউন্ট দিয়ে আপনি ৩ দিন আনলিমিটেড ইন্টারনেট ব্যবহার করতে পারবেন।৩ দিন পর নতুন একাউন্ট তৈরী করুন।
6.Network properties এ গিয়ে Networking-Internet protocol version4&6(ipv4&ipv6)-properties-use the following dns server addresses(click)-prefered:127.0.0.1     alternate:8.8.8.8
7.Browser setting:  setting-network-change proxy setting-lans etting-use a proxy server for your lan(address:127.0.0.1   port3128)


8.IDM এ গিয়ে Downloads-options-proxy/socks-get from IE(click)-use proxy(Click)
9.preferance এ random server ইউজ করেন
পোস্টটি লিখতে অনেক কষ্ট হল।আপনাদের ভাললাগা কষ্টকে ভুলে গিয়ে পরবর্তী পোস্ট করতে অনুপ্রেরণা জাগাবে।
N.B:পিডি প্রক্সি ব্যবহার করতে ডিফল্ট সেটিংস ব্যবহার করতে হবে

ফেসবুকে আমি।

Rahimul Islam 8801750004111

Tuesday, April 16, 2013

বাংলাদেশী ওষুধের উপর প্রথম এনড্রয়েড এপস: জিলস ড্রাগস কনজিউমার এডিশন সবার জন্য উন্মুক্ত!!

জিলস ড্রাগ ডেটাবেজের এই টিউনে সবার আগ্রহের কারণে এর কনজিউমার ভার্সন তৈরী করা হয়েছে। কনজিউমার ভার্সনটির মাধ্যমে রোগী, ফার্মেসীর দোকানদার, ওষুধ কোম্পানীর রিপ্রেজেন্টেটিভ ও অন্যন্য সাধারণ ব্যবহারকারীগণ ওষুধের নাম থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাবেন। যেমনঃ ওষুধের জেনেরিক নাম, প্রস্তুত কারক কোম্পানী ও ওষুধের দাম (৮,০০০ এর বেশী ওষুধের দাম দেয়া  আছে)
ডেটাবেজে মোট ওষুধ রয়েছে ৩৩,০০০+। বাংলাদেশে এর আগে এতবেশী ওষুধ নিয়ে কোন সফটওয়্যার তৈরী হয়েছে বলে আমার জানা নেই। মোটামুটি বাংলাদেশে পাওয়া যায় এমন সব ওষুধের তথ্যই এখানে মিলবে। এটি বাংলাদেশের ওষুধের উপর নির্মিত প্রথম এনড্রয়েড অ্যাপস। সবচেয়ে বড় কথা অ্যাপসটি অফলাইন অর্থাৎ ব্যবহারের জন্য কোন ইন্টারনেট সংযোগের প্রয়োজন নেই।

ব্যবহার প্রণালীঃ

1. অ্যাপসটি ডাউনলোড করুন মিডিয়াফায়ারের এই লিংক থেকে
2. অ্যাপসটি মোবাইলে ইন্সটল করুন। এটি ইন্টারনাল মেমরীতে 11MB+ জায়গা নেবে।
3. অ্যাপটি ১০০% অফলাইন অর্থাৎ কোন ইন্টারনেট কানেকশনের প্রয়োজন নেই। প্রথমবার আপনি যখন অ্যাপটি চালু করবেন তখন এটি এর নিজস্ব ডেটাবেজ এক্সট্রাক্ট করা শুরু করবে ব্যাকগ্রাউন্ডে, যার জন্য কিছু সময় লাগবে। আপনার মোবাইলের প্রসেসরে উপর নির্ভর করবে কত দ্রুত ডেটাবেজ এক্সট্রাক্ট কম্পলিট হবে। সার্চবারে ”Zymet” টাইপ করুন। যখন Zymet পাবেন তখন বুঝবেন আপনার মোবাইলে ডেটাবেজ পুরোপুরি এক্সট্রাক্ট হয়ে গেছে। না পেলে কিছুক্ষণ অপেক্ষা করে ডেটাবেজ লোড হতে দিন।
4. আপনি ডাক্তার হলে জিলস ড্রাগ এর ডক্টরস এডিশনের জন্য আবেদন করতে পারেন। এই এডিশনে ওষুধের ব্যবহার ও ক্লাস সম্পর্কে তথ্য দেয়া আছে। বিস্তারিত এই টিউনে দেখুন
দুটো ভার্সনের পার্থক্যঃ

লাইসেন্সঃ

জিলস ড্রাগ কনজিউমার এডিশন একটি ফ্রিওয়্যার। এটি বিনামূল্যে বিতরণযোগ্য। আপনি ইচ্ছে করলে এটি অন্য সাইটে আপলোড বা অন্য কাউকে শেয়ার করতে পারবেন। এটির বিতরণের উপর কোন প্রকার নিষেধাজ্ঞা নেই।
ভাল থাকুন, সুস্থ থাকুন।
copy by techtunes

Rahimul Islam 8801750004111