Saturday, August 04, 2012

Rahimul Islam 8801750004111

কথোপকথন বিবাহের সময় এবং এক বছর পরে…
বিবাহ একটি সামাজিক সমঝোতা চুক্তি। দীর্ঘদিনের প্রেম শেষে বিবাহ নামক সামাজিক সমঝোতা চুক্তি সম্পাদনের পরে কপোত-কপোতীর কথোপকথন-
মেয়ে: আমি এটার জন্য কতদিন অপক্ষা করছি।
ছেলে: তুমি কি কখনও আমাকে ছেড়ে চলে যাবে?
মেয়ে: কখনই না।
ছেলে: তুমি কি আমাকে প্রচন্ড ভালোবাসায় পূর্ণ করে দিবে?
মেয়ে: হুম আমি করবো, করবো, করবো। না করলে আমি কোন শান্তি পাবোনা।
ছেলে: তুমি কি কখনও আমাকে প্রতারণা করবে?
মেয়ে: এটা করার চাইতে মরে যাওয়া ভালো।
ছেলে: তুমি কি আমাকে আদর করবে?
মেয়ে: অবশ্যই। সেটাতেই আমার আনন্দ।
ছেলে: তুমি কি কখনও আমাকে কষ্ট দিবে?
মেয়ে: কখনই না। কোন ভাবেই না। আমি তেমন মেয়ে নই।
ছেলে: আমি কি তোমাকে বিশ্বাস করতে পারি?
মেয়ে: হু..।
ছেলে: প্রিয়তমা…
বিবাহ নামক সামাজিক সমঝোতা চুক্তি সম্পাদনের এক বছর পরের কথা জানতে চান!! কথোপকথনটি নীচ থেকে উপরের দিকে পরে যান।
ছেলে: প্রিয়তমা…
মেয়ে: হু..।
ছেলে: আমি কি তোমাকে বিশ্বাস করতে পারি?
মেয়ে: কখনই না। কোন ভাবেই না। আমি তেমন মেয়ে নই।
ছেলে: তুমি কি কখনও আমাকে কষ্ট দিবে?
মেয়ে: অবশ্যই। সেটাতেই আমার আনন্দ।
ছেলে: তুমি কি আমাকে আদর করবে?
মেয়ে: এটা করার চাইতে মরে যাওয়া ভালো।
ছেলে: তুমি কি কখনও আমাকে প্রতারণা করবে?
মেয়ে: হুম আমি করবো, করবো, করবো। না করলে আমি কোন শান্তি পাবোনা।
ছেলে: তুমি কি আমাকে প্রচন্ড ভালোবাসায় পূর্ণ করে দিবে?
মেয়ে: কখনই না।
ছেলে: তুমি কি কখনও আমাকে ছেড়ে চলে যাবে?
মেয়ে: আমি এটার জন্য কতদিন অপক্ষা করছি।

No comments:

Post a Comment